Wednesday, May 5, 2010

ঢেলে সাজানো


খবরের কাগজের একেবারে নিত্যকার শব্দ 'ঢেলে সাজানো'। আজকের সমকালের একটি সংবাদের শিরোনামে আছে, 'বিএনপিকে ঢেলে সাজাতে নানা পরিকল্পনার কথা জানালেন মির্জা ফখরুল।' ঢেলে সাজানো কী বস্তু বা কেমন আইডিয়া? প্রশ্ন উঠলে বাংলা একাডেমীর ব্যবহারিক অভিধান ঘাঁটতে থাকলাম। 'ঢেলে সাজা' স্থানে বলা হয়েছে 'ঢালা' দেখুন। ঢালিয়া থেকে ঢালা, ঢালা থেকে ঢেলে আসতে পারে বলে অনুমান করি। ঢালা বড় চমৎকার শব্দ। অভিধানে বলা হচ্ছে, এর অর্থ_ এক পাত্র থেকে অন্যপাত্রে পাতিত করা (পানি ঢালা, দুধ ঢালা), ধাতু গলিয়ে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য পাতিত করা (ছাঁচে ঢালা), বহুল পরিমাণে নিয়োগ করা বা ছড়িয়ে দেওয়া (ব্যবসায়ে টাকা ঢালা)। শব্দার্থগুলোর দিকে আকুল হয়ে তাকিয়ে একটি জিনিস বেশ বুঝতে পারি, ঢালা ব্যাপারটি বিশেষভাবে তরল পদার্থের সঙ্গে জড়িত। লোহাও ঢালা যায়, তবে ঢালার আগে লোহাকে গলাতে হয়। কিন্তু পানি, চা, দুধের মতো তরল পদার্থই সচরাচর আমরা ঢালি। রবীন্দ্রনাথ অবশ্য মন ঢালার কথা বলেছিলেন, লিখেছিলেন, 'প্রমোদে ঢালিয়া দিনু মন...।' প্রমোদে মন ঢালা খুব সুখকর ব্যাপার এমনকি কেউ যখন প্রাণ ঢেলে দিয়ে প্রাণঢালা অভ্যর্থনা জানান তখনও ঢালার ব্যাপার নিয়ে তেমন চিন্তায় পড়তে হয় না। কিন্তু ঢেলে সাজানোর কথা উঠলে একটু ভাবতে বসতে হয়। ঢালিয়া সাজাইবার উপায় কী? তরল পদার্থকে পাতন করে আরেক পাত্রে নিলে তরল সেই পাত্রের আকার ধারণ করে। এখন প্রশ্ন হলো, তরলকে সাজায় কেমনে? অবশ্য কঠিন হলে কথা নেই। যেমন_ টাকা, টাকা যদি ঢালা যায় তাহলে দল, সংগঠন বা প্রতিষ্ঠানকেও ঢেলে সাজানো সম্ভব। কেউ ফোড়ন কেটে বলবেন, তরল টাকা না হলে কেউ কি সাধে টাকা ঢালে নাকি? মন ও প্রাণের মতো বায়বীয়, টাকার মতো কঠিন পদার্থ, পানির মতো তরলের ঢালার গল্প মানলাম। কিন্তু রাজনৈতিক দলের মতো দাহ্য পদার্থ কি ঢেলে সাজানো সম্ভব? গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কারের নামে কত কিছুই না ঢেলে সাজানোর পরিকল্পনা হয়েছিল। সরকারের দু'বছরে ঢেলে দেওয়ার কাজ বেশ হয়েছিল, যা কিছু ঢালা হয়েছিল তা ঢাল বেয়ে গড়িয়েও পড়ছিল। কিন্তু সাজানোর কাজ তেমন জমেনি। ফলে ঢেলে সাজানো যায়নি শেষ পর্যন্ত। নির্বাচনের মাধ্যমে যে পাত্র থেকে যা ঢালা হয়েছিল, তা সেই পাত্রে ফিরে গিয়েছিল। এখন আবার কেউ কেউ নতুন করে ঢেলে সাজানোর কথা বলছেন। ধারণাটা জটিল হলেও আমাদের সমাজে ঢেলে সাজানোকে মোটামুটি ইতিবাচক ব্যাপার হিসেবেই দেখা হয়। কেউ কোনো প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর কথা বললে বাহবা পান। কিন্তু কে কবে কী ঢেলে সাজিয়ে সফল হয়েছেন তা বিশেষ গবেষণা করে বের করতে হবে। আর রাজনৈতিক সংগঠনের মতো বস্তু ঢেলে সাজানো বোধহয় সবচেয়ে কঠিন। কারও অভিমানে লাগবে, কারও মানে লাগবে। সংঘর্ষ বাধবে। কোথাও দুর্নীতি বাছতে গাঁ উজাড় হবে। একটা গোলমাল লাগবে, এটা নিশ্চিত করে বলা যায়। একটু ঢেলে সাজাতে গেলে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠান মিলে টেনে ধরবে। তাই তো, অনেক আশার পরও আমাদের রাজনৈতিক সংস্কৃতি ঢেলে সাজানো গেল না। রাজনীতি ক্রমে সেই পুরনো ধারাতেই ফিরছে। যেটুকু বাকি আছে, সবাইকে আশাহত করে সেটুকুও ফিরবে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য ঢেলে সাজানো যদি ফাঁকা আওয়াজ হয়, তবে কোনো সমস্যাই নেই। মনে মনে ঢেলে মনে মনে সাজালে, ঢেলে সাজানোর একটা খবর হয় বটে। কেউ তো আর বলবে না যে, কী ঢেলে কী সাজালেন আর কী তাতে চেঞ্জ হলো, একটু দেখান তো দেখি।

No comments:

Post a Comment