উপন্যাসের তথ্য :
বইয়ের নাম : ফেস বাই ফেস
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
পৃষ্ঠা : ১২০
গায়ের দাম : ১৭৫ টাকা
(২৫% কমিশন দিয়ে মেলায় দাম পড়বে ১৩০টাকা)
প্রকাশক : ভাষাচিত্র
প্রকাশকাল : ফেব্রুয়ারি, ২০১০
বইয়ের ফ্ল্যাপের লেখা :
বলতে গেলে কিছুটা গোপনে এই উপন্যাস লিখেছি। উপন্যাস লিখছি, বললেও বন্ধুদের কিছুতেই বলিনি- উপন্যাসটা কী নিয়ে। জিজ্ঞেস করলেই বলেছি, বইটা সম্পর্ক নিয়ে। কীসের সম্পর্ক? মানুষে মানুষে সম্পর্ক। এ তো খুব পুরনো জিনিশ। এ নিয়ে লেখা সহজ, আবার এটি সবচেয়ে আকর্ষণীয় বিষয়ও বটে। কারণ সম্পর্কের সকল রহস্য এখনও মানুষ ভেদ করতে পারেনি। শহরবাসী মধ্যবিত্তের সম্পর্ক বিষয়ক যোগাযোগ জটিলতা আমার প্রিয় বিষয়। এই নিয়ে লিখতে গিয়ে উপন্যাসে ফেসবুক ঢুকে পড়েছে। লক্ষ করলাম, শেষ পর্যন্ত ফেসবুক একটা বড় চরিত্র হয়ে এক জটাজালে উপন্যাসটাকে বেঁধে ফেললো। আমার কিছু করার থাকলো না। আমরা যারা ফেসবুকের বাসিন্দা তারা খুব ভাল করেই জানি- কত উপন্যাসের মধ্য দিয়ে যেতে হয় এই সামাজিক নেটওয়ার্কে। এখানে যে কত সম্পর্ক আর কত তার মাত্রা ! সে সব থেকে অল্প কিছু ব্যাপার নিয়ে কল্পনাকে গতি দেবার চেষ্টা করতে করতেই ধীরে ধীরে এই সামান্য উপন্যাস লেখা হলো। ভেবেছিলাম উপন্যাসের নাম দেবো 'লিভিং ফেসবুক'। ভাবতে ভাবতেই বাতিল হয়ে গেল নামটা। পরে ভাবলাম নাম দেই 'জীবনযাপন ফেসবুক'। সেটাও বাদ গেল। শেষ পর্যন্ত 'ফেস বাই ফেস' নামটা দিলাম। আমরা যখন বই পড়ি তখন পেজ বাই পেজ পড়ি। আর যখন ফেসবুক পড়ি তখন ফেস বাই ফেস পড়ি। বাংলায় এর মানে হবে মুখের পর মুখ; পাতার পর পাতা যেমন।