Thursday, April 8, 2010

চার হাজার বন্ধু থাকার সুবিধা

চার হাজার বন্ধু থাকার সুবিধা হইলো অন্তত ৫০ জন আপনেরে রিমুভ না দিলে আপনে টেরও পাইবেন না। দুই তিনজন রিমুভ দিয়া গেলে একবছর পর বুঝবেন। এমনও হইতে পারে কোনোদিনও বুঝতে পারলেন না। এইটারে নাম দেওয়া যায়- বন্ধুত্বের গণ্ডার দশা।

1 comment:

  1. চার হাজার বন্ধু থাকার এত সুবিধা?

    ReplyDelete