তোমার জন্য একটা গিফট খুঁজতে গিয়া
তোমার জন্য একটা গিফট খুঁজতে গিয়া কত যে পেরেশান হইলাম! কিছু তো পছন্দ হয় না। সোনার খনির কাছে সোনা কিংবা সাগরে পানি নিয়া যাওয়ার মানে কী? ...হৃদয় ও আত্মা দেওয়ারও কারণ নাই; এইগুলা তোমার আছে। তাই, তোমার জন্য নিয়া আসলাম একটা আয়না। নিজের চেহারার মধ্যে এখন আমারে দেখো। -জালালুদ্দীন রুমী
No comments:
Post a Comment