Tuesday, January 25, 2011
বিবাহ বিচ্ছেদ ও ফেসবুক
মাঝে মধ্যে মজার অনেক খবরে চোখ আটকে যায়। খবর ছোট হলেও কিংবা পত্রিকার কাছে গুরুত্ব না পেলেও দেখা যায় পাঠকরা ঠিকই সেই খবর নিয়ে রীতিমতো খোশগল্প জুড়ে দিয়েছেন। তেমনি এক খবর এটি। খবর দেখে স্বাভাবিকভাবে খুব আগ্রহ তৈরি হলো। 'ফেসবুকের কারণে বিবাহ বিচ্ছেদ বাড়ছে।' বেশ মজার খবর বটে। ফেসবুকের কারণে বিবাহিত মানুষেরা পরিচিত-অপরিচিত মানুষের সঙ্গে, বিশেষত বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে মিশতে পারছেন। তাদের মধ্যে সম্পর্কও গড়ে উঠছে। এই সম্পর্ক পরকীয় প্রেম পর্যন্ত গড়াচ্ছে। বিবাহিত দম্পতিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় সমস্যা হচ্ছে। ফলে বিবাহ বিচ্ছেদ বাড়ছে। ব্রিটেনের বিবাহ বিচ্ছেদের সঙ্গে জড়িত আইনজীবীরা এই গুরুতর তথ্য ফাঁস করেছেন। সাধারণ চোখে দোষ অবশ্যই ফেসবুকের। ফেসবুক তৈরি হলো বলেই না মানুষ পরস্পরের সঙ্গে মিশে মিশে ভাববিনিময় করে নিজেদের এমন সর্বনেশে হাল করল। এখন যারা শান্তিপূর্ণ পারিবারিক জীবনের সমর্থক, যারা চান না এই পারিবারিক শান্তির পথে কেউ বাধা হয়ে দাঁড়াক তাদের দাবি কী হবে? ফেসবুক বন্ধ করে দিন? বেশ, ফেসবুক বন্ধ করে দেওয়া হলো। তাতে কি বিবাহ বিচ্ছেদ বন্ধ হবে? যখন ফেসবুক ছিল না, তখন বিবাহ বিচ্ছেদ হতো না? তর্কের খাতিরে কেউ হয়তো বলবেন, এখন বিচ্ছেদের হার বেশি। এখানে ফেসবুকের কোনো ভূমিকা না থেকেই যায় না। প্রশ্ন হলো, অন্য সামাজিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক বিষয়গুলোও কি পরিবর্তিত হয়ে যায়নি সময়ের সঙ্গে সঙ্গে। জীবনে কি জটিলতা বাড়েনি? ফেসবুক একটা টুল। ফেসবুকের মাধ্যমে জটিলতা সামনে এসেছে মাত্র। এর চেয়ে বড় ভূমিকা কি একটি ওয়েবসাইটের আছে? ওয়েবসাইটের পেছনে তো মানুষ আছে। তাদের বাদ দিয়ে কি আলোচনা করা যায়? প্রাসঙ্গিকভাবে মনে পড়ে গেল একটি লেখার কথা। রোমান সাম্রাজ্যের পতন বিষয়ে আলোচনা করতে গিয়ে লেখক পুরনো ইতিহাসবিদদের নিয়ে আলোচনা করছিলেন। রোমান সাম্রাজ্যের পতন কেন হয়েছিল? পুরনো ইতিহাসবিদদের মধ্যে একটা চালু ধারণা ছিল সে সিসার পাত্রে খাওয়া ও পান করা ছিল রোমানদের শরীরে বিষক্রিয়া, স্বাস্থ্যহানি এবং ফলে সাম্রাজ্যের পতনের জন্য বিশেষভাবে দায়ী। লেখক বলছেন, সিসা নিশ্চয়ই একটা কারণ। গুরুত্বপূর্ণ কারণও বটে। কিন্তু একটা সাম্রাজ্যের পতনের জন্য শুধু সিসাকে দায়ী করলে তা পূর্ণ সত্যটি প্রতিফলিত করে না। যেমন, আমেরিকায় এখন হটডগ খুব জনপ্রিয়। এ খাবারটি আমেরিকানদের স্বাস্থ্যের নানা ক্ষতিও করে থাকে। কিন্তু কয়েকশ' বছর পর যদি কোনো গবেষক বলেন, আমেরিকান সাম্রাজ্যের পতনের কারণ অত্যধিক মাত্রায় হটডগ খাওয়া, তাহলে তাকে কীভাবে নেওয়া হবে? লেখক বলছেন, রোমান সাম্রাজ্যের পতনের অনেক কারণ আছে। অন্যতম কারণ হলো, সাম্রাজ্যের মোট আয়ের চেয়ে সাম্রাজ্য রক্ষার ব্যয় বহুলাংশে বেড়ে গিয়েছিল। সীমান্ত রক্ষার খরচ বিশেষভাবে বেড়ে গিয়েছিল। এ কারণে সাম্রাজ্যকে কৃষি জমি, বন, খনি ইত্যাদির ওপর অত্যধিক চাপ দিতে হচ্ছিল। ফলে আখেরে বহিরাগতদের আক্রমণ সাম্রাজ্যটিকে পর্যুদস্ত করে ফেলতে পেরেছিল। ফেসবুকের কারণে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়ার খবরে সে কথাই আবার মনে হলো। সমাজের জটিলতা, সংস্কৃতির সংকট, অর্থনীতির নাজুক দশা_ কোনো কিছুকে দায়ী না করে স্রেফ ফেসবুকের ওপর দায় চাপানো সহজ বটে। এখন কেউ যদি গবেষণা করে বলেন, অর্থনৈতিক মন্দার কারণে বিবাহ বিচ্ছেদ বেড়েছে, তবে সেটি ফেসবুকের দায়ী হওয়ার খবরের মতো মুখরোচক হবে না। ফলে খবর তৈরি করলে এখন ফেসবুককে জড়ানো একটা ভালো উপায় বটে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment